Egshop সম্পর্কিত

বাংলাদেশের উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্য নিয়ে ইজিশপের যাত্রা শুরু। দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইট তৈরি ও বিক্রয় কার্যক্রম শুরু করে দেশের বাজারে ই-কমার্সের বিপ্লব ঘটাতে ইজিশপ বদ্ধপরিকর। মাত্র কয়েক ক্লিকেই যেন একটি ই-কমার্স ওয়েবসাইট খুলে ফেলা যায় সেজন্য সাইট তৈরির ধাপগুলোকে রাখা হয়েছে অত্যন্ত সহজসাধ্য। ইজিশপে স্টোর খুলতে কোন প্রকার কোডিং জানতে হবে না, লাগবে না কোন ক্রেডিট কার্ড বা ডলার এন্ডোর্সমেন্ট। বিকাশের পেমেন্টের মাধ্যমেই তৈরি করতে পারবেন ই-কমার্স ওয়েবসাইট। আপনার স্বপ্নের ই-কমার্স স্টোরকে বাস্তবে রূপ দিয়ে অনলাইন ব্যবসা শুরু করে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

আমাদের গল্প

ইউজার-সেন্ট্রিক ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন, এবং মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার লক্ষ্য ও উদ্দেশ্যে নিবেদিত আমরা কিছু ডেভেলপার ও ডিজাইনার। প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ ও দক্ষতা, সজ্ঞাত ও সৃজনশীল ডিজিটাল সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে

১০ বছরের বেশি সময় ধরে আমরা সারা বিশ্বের বিভিন্ন দেশের শপিফাই ব্যবহারকারিদের সেবা দিয়ে আসছি। এসময় আমরা একটা ব্যাপার খেয়াল করেছি। বাংলাদেশের ই-কমার্স খাঁতে একটা বিশাল ফাঁক রয়েছে। অনেক অনেক উদ্যোক্তাদের মাথায় দুর্দান্ত সব আইডিয়া এবং কাজ করার লোকবল আছে। কিন্তু একটা ভালো প্ল্যাটফর্মের অভাবে সেই দুর্দান্ত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। কেউ ডেভেলপিং করতে জানে না বলে শুরু করতে পারছে না, কেউ কেউ ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যয়বহুল বলে আগাতে সাহস পায় না। এই সমস্যার সমাধান করতেই আমরা নিয়ে এসেছি ইজিশপ যার উদ্দেশ্য হল খুব সহজে ও সস্তায় অনলাইন স্টোর খুলে দেয়া। আমরা চাই, কোন বাড়তি মাথা ব্যথা ছাড়াই যেন একজন উদ্যোক্তা তার অনলাইন শপ খুলে ফেলতে পারে যাতে সে তার ব্যবসার প্রসারে পূর্ণ মনোযোগ দিতে পারে।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য বাংলাদেশের সকল ব্যবসায় উদ্যোক্তাদের ব্যবসাকে ই-কমার্সে রূপান্তরিত করা। তাদের ওয়েবসাইট তৈরির প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল ব্যাপারে আমরা সহযোগিতা করবো। দেশের বাজারে অনলাইন ব্যবসাকে সহজ করা, পাশাপাশি প্রত্যেকটি উদ্যোক্তাকে দক্ষতার সাথে ও স্বাচ্ছন্দ্যে ডিজিটাল মার্কেটপ্লেসে নিজের জায়গা করে নিতে আমরা সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের ভিশন

আমরা উদ্যোক্তাদের ব্যবসা অনলাইনে শুরু করা, ব্যবসা ব্যবস্থাপনা করা ও সম্প্রসারিত করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার মাধ্যমে ইজিশপকে বাংলাদেশের একটি প্রিমিয়াম ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করবো। দেশ জুড়ে উদ্যোক্তাদের ক্রমবিকাশ ও সাফল্যে পাশে থেকে আমরা বাংলাদেশে ই-কমার্স সাইট তৈরির ক্ষেত্রে প্রথম পছন্দ হতে চাই।

কেন আমরা অন্যদের থেকে আলাদা?

স্থানীয় অনলাইন পেমেন্ট সিস্টেম: বাংলাদেশের বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে লেনদেন সহজ করতে পেমেন্ট সিস্টেম হিসেবে ইজিশপে রয়েছে জনপ্রিয় সব মোবাইল ব্যাংকিং ও স্থানীয় ব্যাংকের অনলাইন পেমেন্ট। পাশাপাশি ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই।

সহজ স্টোর সেটাপ: ইজিশপ প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে যাতে যে কেউ খুব সহজে কোন প্রকার ডেভেলপিং জ্ঞান ছাড়াই খুব সহজে ও খুব দ্রুত ই-কমার্স সাইট তৈরি করে ফেলতে পারেন।

সাশ্রয়ী খরচ: ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় এন্টারপ্রাইজ লেভেলের ব্যবসায়ী পর্যন্ত সবার সামর্থ্যের কথা মাথায় রেখে আমাদের সেবার খরচ নির্ধারণ করা হয়েছে। যেকোনো আকারের ব্যবসায়ী ইজিশপে ই-কমার্স পরিচালনা করতে পারবেন।

বাংলা ভাষার ব্যবহার: অনেক স্থানীয় উদ্যোক্তা রয়েছেন যারা ইংরেজি ভাষার ওয়েবসাইটে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাদের জন্য ইজিশপ প্ল্যাটফর্মের ব্যবহার আরও স্বাছন্দ্যপুর্ণ করতে রয়েছে ইজিশপ বাংলা ভার্শন।

কাস্টমাইজযোগ্য থিম: বিশাল কাস্টমাইজযোগ্য থিম কালেকশন থেকে খুব সহজেই ব্যবসায়ীরা তাদের ব্র্যান্ড আইডেন্টিটি অনুসারে থিম বেছে নিয়ে অসাধারণ একটি অনলাইন স্টোর তৈরি করে নিতে পারেন।

মোবাইল অপ্টিমাইজেশন: মোবাইল কমার্সের গুরুত্ব মাথায় রেখে আমাদের প্ল্যাটফর্মকে সাজানো হয়েছে মোবাইল ফার্স্ট নীতিতে। ইজিশপ একটি শতভাগ রেস্পন্সিভ ওয়েবসাইট। যেকোনো ডিভাইসে থেকে আপনার ওয়েবসাইট গ্রাহকের শপিং অভিজ্ঞতা হবে অতুলনীয়।

Nuxt Logo

কথা বলতে এবং বিভ্রান্তিগুলি পরিষ্কার করার জন্য কাউকে দরকার? দোকান সেটআপে আপনাকে সহায়তা করার জন্য কাউকে খুঁজছেন? আমরা শুধু একটি ফোন কল দূরে। ডায়াল করুন +8801712345678 এবং আমাদের EGshop বিশেষজ্ঞদের আপনাকে সাহায্য করতে দিন।

+8801712345678

বাড়ি নং-১, আরমা কমপ্লেক্স, মেইন রোড বনশ্রী মেইন রোড, ঢাকা ১২১২